অভ্যাসগত সত্য, চিরসত্য বা বর্তমানে কোন কাজ সংঘটিত হয় বোঝালে Present Indefinite tense ব্যবহার করা হয় ।
গঠনপ্রণালী : Subject + main verb + extention.
চেনার উপায় : বাংলায় মূল ক্রিয়া অর্থাৎ মূল Verb হবে । Subject যদি Third person singular number হয় তাহলে verb এর শেষে 's' বা ‘es’ যোগ করা হয় । 'I' first person, 'You' second person এবং I,You বাদে সবকিছুই Third person এর অন্তর্ভুক্ত । উদাহরণ :
(i) I go to market everyday.
(ii) Hasan reads a book.
(iii)The sun rises in the east.