No Internet Connection !

রাজবাড়ি জেলা পরিচিতি

প্রশ্ন: রাজবাড়ি জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: রাজবাড়ি জেলার সীমানা কি? উ: রাজবাড়ি জেলার সীমানা:

✅ উত্তরে: পাবনা ও পদ্মা নদী

✅ দক্ষিণে: ফরিদপুর

✅ পূর্বে: মানিকগঞ্জ

✅ পশ্চিমে: কুষ্টিয়া, মাগুরা ও ঝিনাইদহ জেলা


প্রশ্ন: রাজবাড়ি জেলার আয়তন কত? উ: ১০৯২.৩০ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: রাজবাড়ি জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: জাগরিত রাজবাড়ি।
প্রশ্ন: রাজবাড়ি জেলার গ্রাম কতটি? উ: ১০৩৬ টি।
প্রশ্ন: রাজবাড়ি জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৪২ টি।
প্রশ্ন: রাজবাড়ি জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৫ টি। রাজবাড়ি, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দা ও কালুখালী।
প্রশ্ন: রাজবাড়ি জেলার পৌরসভা কতটি? উ: ৩ টি। পাংশা, রাজবাড়ি, গোয়ালন্দ ঘাট।
প্রশ্ন: রাজবাড়ি জেলার নদ-নদী কি কি? উ: পদ্মা, চান্দনা, মধুমতি ইত্যাদি।
প্রশ্ন: রাজবাড়ি জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: লক্ষ্মীকোলের রাজার বাড়ি, মীর মশাররফ হোসেনের বাড়ি, বাণীবহের জমিদার বাড়ি।
প্রশ্ন: রাজবাড়ি জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: রোকনুজ্জামান খান, ড. ফকির আবদুর রশিদ, তমিজ উদ্দিন খান (রাজনীতিবিদ, পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন), দাবাড়ু কাজী মোতাহার হোসেন, অধ্যাপিকা জাহানারা বেগম, ফকির আবদুল জব্বার।
তথ্যসূত্র: rajbari.gov.bd
top
Back
Home
Gsearch