প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমানা কি?
উ: চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমানা:
✅ উত্তরে: ভারতের মালদহ জেলা
✅ দক্ষিণে: পদ্মা নদী ও ভারতের মুর্শিদাবাদ জেলা
✅ পূর্বে: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা ও নওগাঁ জেলার নিয়ামতপুর এবং পোরশা উপজেলা
✅ পশ্চিমে: ভারতের মালদহ জেলা ও পদ্মা নদী
প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলার আয়তন কত?
উ: ১,৭০২.৫৬ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: আলোকন চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রাম কতটি?
উ: ১২৯৪ টি।
প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৪৫ টি।
প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলার উপজেলা কতটি ও কি কি?
উ: ৫ টি। চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ; নাচোল, গোমস্তাপুর ও ভোলহাট।
প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভা কতটি?
উ: ৪ টি। চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ রোহনপুর, নাচোল।
প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলার নদ-নদী কি কি?
উ:পদ্মা, মহানন্দা, পুনর্ভবা, টাঙ্গন, মারাগাদা, পাগলা নন্দশুজা ইত্যাদি।
প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: ছোট সোনা মসজিদ, আম গবেষণা কেন্দ্র, নাচোল রাজবাড়ি।
প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: রেশম শিল্প।
প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: মমতাজ উদ্দিন আহমেদ (লেখক, সাহিত্যিক, শাহাবুদ্দীন নাগরী (গায়ক), নাট্যকার, অভিনেতা), রফিকুন্নবী (চিত্রশিল্পী)।