No Internet Connection !

সুনামগঞ্জ জেলা পরিচিতি

প্রশ্ন: সুনামগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৮৭৭ সালে।
প্রশ্ন: সুনামগঞ্জ জেলার সীমানা কি? উ: সুনামগঞ্জ জেলার সীমানা:

✅ উত্তরে: ভারতের মেঘালয় রাজ্য

✅ দক্ষিণে: হবিগঞ্জ

✅ পূর্বে: সিলেট জেলা

✅ পশ্চিমে: নেত্রকোনা জেলা


প্রশ্ন: সুনামগঞ্জ জেলার আয়তন কত? উ: ৩৭৪৭.১৮ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: সুনামগঞ্জ জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: আলোর দিশারী।
প্রশ্ন: সুনামগঞ্জ জেলার গ্রাম কতটি? উ: ২,৮৮৭ টি।
প্রশ্ন: সুনামগঞ্জ জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৮৮ টি।
প্রশ্ন: সুনামগঞ্জ জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ১২ টি। সুনামগঞ্জ সদর উপজেলা, শান্তিগঞ্জ উপজেলা, জগন্নাথপুর উপজেলা, ছাতক উপজেলা, দোয়ারাবাজার উপজেলা, বিশ্বম্ভরপুর উপজেলা, তাহিরপুর উপজেলা, ধর্মপাশা উপজেলা, জামালগঞ্জ উপজেলা, দিরাই উপজেলা, শাল্লা উপজেলা, মধ্যনগর উপজেলা।
প্রশ্ন: সুনামগঞ্জ জেলার পৌরসভা কতটি? উ: ৪ টি। সুনামগঞ্জ, ছাতক, দিরাই ও জগন্নাথপুর।
প্রশ্ন: সুনামগঞ্জ জেলার নদ-নদী কি কি? উ: সুরমা, কালনী, কুশিয়ারা, বলাই প্রভৃতি।
প্রশ্ন: সুনামগঞ্জ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: টেকেরঘাট খনি প্রকল্প, যাদুকাটা নদী, ফাজিলপুর সেন্ত এরিয়া, শনির হাওর, সুখাইড় বাবু বাড়ি, দিরাই জমিদার বাড়ি, গৌরাবং জমিদার বাড়ি, হাইল হাওর, দুর্লভ সেন্ত এক্সপোর্ট এরিয়া, শাহ আরেফিনের মাজার, নারায়ণ তলা, বিশ্বযুদ্ধ সমাধি, খ্রিস্টান গির্জা, ওলুবা মসজিদ, ছাতক সিমেন্ট ফ্যাক্টরী, ছাতক পেপার মিল।
প্রশ্ন: সুনামগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: শ্রী শ্রী চৈতন্য দেব, হুমায়ুন রশীদ চৌধুরী, আবদুস সামাদ আজাদ, নির্মলেন্দু চৌধুরী, হাসন রাজা, রায় বাহাদুর, অক্ষয় কুমার দাস, মাওলানা ইব্রাহিম আলী, মাওলানা ওবায়দুল হক, মাওলানা নূরুদ্দীন, সুরঞ্জিত সেনগুপ্ত।
তথ্যসূত্র: sunamganj.gov.bd
top
Back
Home
Gsearch