No Internet Connection !

রাজশাহী বিভাগ

প্রশ্ন: রাজশাহী বিভাগ কবে প্রতিষ্ঠিত হয়? উ:১৯৪৭ সালে।
প্রশ্ন: রাজশাহী বাংলাদেশের কততম বিভাগ? উ: ৩য়।
প্রশ্ন: রাজশাহী বিভাগের আয়তন কত? উ: ১৮,১৫৪ বর্গ কি. মি.।
প্রশ্ন: রাজশাহী বিভাগের বৃহত্তম জেলা কোনটি? উ: নওগাঁ (আয়তন ৩,৪৩৬ বর্গ কিমি)।
প্রশ্ন: রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি? উ: জয়পুরহাট (আয়তন ৯৬৫ বর্গ কিমি)।
প্রশ্ন: রাজশাহী বিভাগের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? উ: ১টি।
প্রশ্ন: রাজশাহী বিভাগের ইউনিয়নের সংখ্যা কতটি? উ: ৫৬৫টি।
প্রশ্ন: রাজশাহী বিভাগের সীমারেখা কী?
উ: রাজশাহী বিভাগের সীমারেখা:
✅ উত্তর: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।
✅ দক্ষিণ: খুলনা বিভাগ এবং পদ্মা নদী।
✅ পূর্ব: ময়মনসিংহ বিভাগ এবং যমুনা নদী।
✅ পশ্চিম: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।

প্রশ্ন: রাজশাহী বিভাগে জেলা কয়টি এবং জেলাগুলোর নাম কী?
উ: ৮টি। রাজশাহী বিভাগের জেলাসমূহ:
✅ রাজশাহী
✅ বগুড়া
✅ জয়পুরহাট
✅ নাটোর
✅ নওগাঁ
✅ নবাবগঞ্জ
✅ সিরাজগঞ্জ
✅ পাবনা

প্রশ্ন: রাজশাহী বিভাগের উপজেলার সংখ্যা কতটি? উ: ৬৭টি।
প্রশ্ন: রাজশাহী বিভাগের পৌরসভার সংখ্যা কতটি? উ: ৬২টি।
প্রশ্ন: রাজশাহী বিভাগের ইউনিয়নের সংখ্যা কতটি? উ: ৫৬৫টি।
প্রশ্ন: রাজশাহী বিভাগের জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি? উ: ৩৯টি।
তথ্যসূত্র: rajshahidiv.gov.bd
top
Back
Home
Gsearch