No Internet Connection !

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা


প্রশ্ন: স্থানীয় সরকার ব্যবস্থাকে কি বলা হয়? উত্তর: গণতন্ত্রের ভিত।
প্রশ্ন: বাংলাদেশের স্থানীয় পর্যায়ে ক্ষুদ্রতম স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো কি? উত্তর: ইউনিয়ন পরিষদ।
প্রশ্ন: গ্রামাঞ্চলে কোন পরিষদ উন্নয়ন সাধনে অগ্রণী ভূমিকা পালন করে? উত্তর: ইউনিয়ন পরিষদ।
প্রশ্ন: স্থানীয় সরকার কাঠামোর সর্বোচ্চ স্তর কি? উত্তর: জেলা পরিষদ।
প্রশ্ন: গ্রাম সরকার আইন কবে পাস হয়? উত্তর: ২৭ ফেব্রুয়ারি ২০০৩।
প্রশ্ন: উপজেলা পরিষদের প্রধান কে? উত্তর: উপজেলা চেয়ারম্যান।
প্রশ্ন: উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব কে? উত্তর: উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রশ্ন: জেলা বোর্ড-এর নামকরণ কবে জেলা পরিষদ করা হয়? উত্তর: ১৯৭৬ সালে।
প্রশ্ন: জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? উত্তর: জেলা পরিষদ চেয়ারম্যান।
প্রশ্ন: বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কতটি? উত্তর: ৬৪টি।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর নাম কি? উত্তর: শ্রী ফনী মজুমদার।
প্রশ্ন: ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১ জুলাই ১৯৬৯।
প্রশ্ন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভাগ কতটি ও কি কি? উত্তর: ২টি। ১. স্থানীয় সরকার বিভাগ এবং ২. পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।
প্রশ্ন: LGED-এর পূর্ণরূপ কি? উত্তর: Local Government Engineering Department.
প্রশ্ন: বাংলাদেশ সমবায় একাডেমি কোথায় অবস্থিত? উত্তর: কুমিল্লা।
প্রশ্ন: স্থানীয় সরকার বিভাগ-এর আওতাধীন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কি কি? উত্তর: সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।
প্রশ্ন: বাংলাদেশ পল্লী উন্নয়ন ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর: খাদিমনগর, সিলেট।
প্রশ্ন: বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে? উত্তর: অধ্যক্ষ আখতার হামিদ খান।
প্রশ্ন: BARD-এর পূর্ণরূপ কি? উত্তর: Bangladesh Academy for Rural Development.
প্রশ্ন: BARD কোথায় অবস্থিত? উত্তর: কোটবাড়ি, কুমিল্লা।
প্রশ্ন: BARD কত সালে প্রতিষ্ঠা লাভ করে? উত্তর: ২৭ মে ১৯৫৯।
প্রশ্ন: RDA-এর পূর্ণরূপ কি? উত্তর: Rural Development Academy.
প্রশ্ন: WASA-এর পূর্ণরূপ কি? উত্তর: পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ।
প্রশ্ন: ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (WASA) কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৬৩ সালে।
প্রশ্ন: বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় কবে? উত্তর: ১৯৭৬ সালে।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম সমবায় সমিতি বিষয়ক আইন কে, কবে জারি করেন? উত্তর: লর্ড কার্জন, ১৯০৪ সালে।
প্রশ্ন: গ্রামভিত্তিক সমবায় সমিতি চালু হয় কবে? উত্তর: ১৯৮০ সালে।
প্রশ্ন: বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি? উত্তর: ৪,৫৯৩টি [জনশুমারি ২০২২]।
প্রশ্ন: ইউনিয়ন বোর্ড গঠিত হয়েছিল কবে? উত্তর: ১৯১৯ সালে।
প্রশ্ন: কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? উত্তর: ১৩ জন (১ জন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ডে ৯ জন সদস্য এবং সংরক্ষিত আসনে ৩ জন নির্বাচিত নারী সদস্য নিয়ে)।
প্রশ্ন: পঞ্চায়েত গঠিত হয় কত সালে? উত্তর: ১৮৭০ সালে।
প্রশ্ন: ইউনিয়ন কাউন্সিল কত সালে গঠিত হয়? উত্তর: ১৯৫৯ সালে।
প্রশ্ন: আয়তনে দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন কোনটি? উত্তর: গাজীপুর।
প্রশ্ন: বর্তমানে দেশে সিটি কর্পোরেশন কতটি? উত্তর: ১২টি।
প্রশ্ন: আয়তনে দেশের ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন কোনটি? উত্তর: সিলেট।
প্রশ্ন: সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরের মেয়াদকাল কত? উত্তর: ৫ বছর।
প্রশ্ন: সিটি কর্পোরেশনের প্রধান কে? উত্তর: মেয়র।
প্রশ্ন: সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র কে? উত্তর: ডা. সেলিনা হায়াৎ আইভি (নারায়ণগঞ্জ)।
প্রশ্ন: শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কি? উত্তর: পৌরসভা ও সিটি কর্পোরেশন।
প্রশ্ন: ব্রিটিশ আমলে পৌরসভা আইন পাস হয় কবে? উত্তর: ১৮৫০ সালে।
প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে পৌরসভা অধ্যাদেশ জারি হয় কবে? উত্তর: ১৯৭৭ সালে।
প্রশ্ন: পৌরসভা সাধারণত কত শ্রেণির হয়? উত্তর: ৩ শ্রেণির (ক, খ ও গ)।
প্রশ্ন: ইউনিয়ন পরিষদের প্রধান কে? উত্তর: চেয়ারম্যান।
প্রশ্ন: ইউনিয়ন পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসনের বিধান করা হয় কত সালে? উত্তর: ১৯৯৩ সালে।
top
Back
Home
Gsearch