প্রশ্ন: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে কোন খাত থেকে?
উ: তৈরি পোশাক।
প্রশ্ন: তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করা হয় কোন দেশে?
উ: যুক্তরাষ্ট্রে।
প্রশ্ন: বাংলাদেশ তথা এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৫১ সালে।
প্রশ্ন: এশিয়া তথা বাংলাদেশের সর্ববৃহৎ খুলনা নিউজপ্রিন্ট-মিল কবে বন্ধ হয়ে যায়?
উ: ৩০ নভেম্বর, ২০০২ সালে।
প্রশ্ন: বাংলাদেশের বস্ত্রশিল্প বিকাশের প্রধান সমস্যা কি কি?
উ: কাঁচামালের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, শ্রমিক অসন্তোষ।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কল কোনটি?
উ: কেরু এন্ড কোং লি: (দর্শনা)।
প্রশ্ন: বাংলাদেশ সর্বপ্রথম কোন দেশে ইস্পাত রপ্তানি করে?
উত্তর: পাকিস্তানে (১১ জুলাই ১৯৭৮)।
প্রশ্ন: ওসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরি লিমিটেড কোথায় অবস্থিত?
উত্তর: কালুরঘাট, চট্টগ্রাম।
প্রশ্ন: বাংলাদেশের কোন কোন জেলায় লবণ উৎপন্ন হয়?
উত্তর: কক্সবাজার, চট্টগ্রাম, বৃহত্তর বরিশাল, খুলনা, নোয়াখালী এবং লক্ষ্মীপুর।
প্রশ্ন: বাংলাদেশের ভূখণ্ডে প্রথম কারা লবণ উৎপাদন শুরু করে?
উত্তর: সমুদ্র উপকূলবর্তী মালংগি নামক একশ্রেণির চাষি।
প্রশ্ন: ব্রিটিশ আমলে চট্টগ্রামে কোন ম্যাচ ফ্যাক্টরি গড়ে উঠেছিল?
উত্তর: চট্টল ম্যাচ ফ্যাক্টরি।
প্রশ্ন: ম্যাচের বারুদ তৈরি হয় কি দিয়ে?
উত্তর: পটাসিয়াম ক্লোরেট, রেড ফসফরাস এবং সালফার দিয়ে।
প্রশ্ন: দেশে সর্ববৃহৎ সিগারেট কারখানা কোনটি?
উত্তর: ব্রিটিশ-আমেরিকা টোবাকো বাংলাদেশ (BATB)।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল কোনটি?
উত্তর: কেরু অ্যান্ড কোং লিমিটেড, চুয়াডাঙ্গা।
প্রশ্ন: ঢাকায় ড্রাগ আদালত কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯২ সালে।
প্রশ্ন: দেশে ঔষধ তৈরি, আমদানি এবং মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কি?
উত্তর: ঔষধ প্রশাসন অধিদপ্তর।
প্রশ্ন: বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে?
উত্তর: মিয়ানমার।
প্রশ্ন: প্যারাসিটামল সিরাপ তৈরিতে প্রোপাইলিন গ্লাইকলের পরিবর্তে কোন ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয়?
উত্তর: ডাই ইথালিন গ্লাইকল।
প্রশ্ন: বাংলাদেশের কোন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডনের স্টক মার্কেটে প্রবেশাধিকার পেয়েছে?
উত্তর: বেক্সিমকো।
প্রশ্ন: BCIC-এর অধীনে পরিচালিত একমাত্র সিমেন্ট কারখানার নাম কি?
উত্তর: ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড; ছাতক, সুনামগঞ্জ।
প্রশ্ন: ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩৮ সালে।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিমেন্ট কারখানা কোনটি এবং কোথায় অবস্থিত?
উত্তর: লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি; ছাতক, সুনামগঞ্জ।
প্রশ্ন: বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সৃষ্টি করা হয় কবে?
উত্তর: ১৯৭২ সালে।
প্রশ্ন: শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় কবে আলাদা হয়?
উত্তর: ১৯৭৮ সালে।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম শিল্পমন্ত্রীর নাম কি?
উত্তর: ক্যাপ্টেন এম. মনসুর আলী।
প্রশ্ন: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: জুলাই ১৯৭৬।
প্রশ্ন: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC)-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: মাতিঝিল, ঢাকা।
প্রশ্ন: জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (NCID)-এর সভাপতি কে?
উত্তর: প্রধানমন্ত্রী।
প্রশ্ন: শিল্প বিপ্লব কবে, কোথায় ঘটেছিল?
উত্তর: ইউরোপে, ১৭৭২ সালে।
প্রশ্ন: BSTI-এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Standards & Testing Institution.
প্রশ্ন: BSTI প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৫ সালে।
প্রশ্ন: BSTI-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: তেজগাঁও, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম শিল্প কোনটি?
উত্তর: পাট শিল্প।
প্রশ্ন: Tax Holiday কি?
উত্তর: শিল্পায়নে উৎসাহ প্রদান অব্যাহত রাখার লক্ষ্যে প্রণীত বিধান।
প্রশ্ন: আদমজী পাটকল কবে বন্ধ হয়?
উত্তর: ৩০ জুন ২০০২।
প্রশ্ন: জুটনে পাটের ভাগ কত?
উত্তর: ৭০%।
প্রশ্ন: জুটন কে আবিষ্কার করেন?
উত্তর: ড. মো. সিদ্দিকুল্লাহ।
প্রশ্ন: BSEC-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: কাওরান বাজার, ঢাকা।
প্রশ্ন: BSEC-এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Steel & Engineering Corporation.
প্রশ্ন: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি?
উত্তর: Ministry of Textiles and Jute।
প্রশ্ন: বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের কতভাগ মহিলা?
উত্তর: প্রায় ৬০ ভাগ।
প্রশ্ন: বাংলাদেশ বস্ত্রকল কর্পোরেশন (BTMC) প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৬ মার্চ ১৯৭২।
প্রশ্ন: BGMEA-এর পূর্ণরূপ কি?
উত্তর: বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
প্রশ্ন: বাংলাদেশে বৃহত্তম সার কারখানা কোনটি?
উত্তর: ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি।
প্রশ্ন: দেশের একমাত্র দানাদার ইউরিয়া প্রস্তুতকারী সার কারখানা কোনটি?
উত্তর: যমুনা ফার্টিলাইজার কোম্পানি লি.।
প্রশ্ন: কোন দেশের সহযোগিতায় KAFCO প্রতিষ্ঠিত হয়?
উত্তর: জাপান।
প্রশ্ন: KAFCO কারখানায় উৎপাদন শুরু হয় কবে?
উত্তর: ১৫ ডিসেম্বর ১৯৯৪।
প্রশ্ন: বাংলাদেশে কোন রাসায়নিক সারের চাহিদা সবচেয়ে বেশি?
উত্তর: নাইট্রোজিনাস।
প্রশ্ন: ইউরিয়া সারের কাঁচামাল কি?
উত্তর: মিথেন গ্যাস।
প্রশ্ন: দেশের প্রথম সার কারখানা কোনটি?
উত্তর: ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি, ফেঞ্চুগঞ্জ, সিলেট।
প্রশ্ন: খুলনা নিউজপ্রিন্ট মিল কবে স্থাপিত হয়?
উত্তর: ১৯৫৯ সালে।
প্রশ্ন: কাগজ তৈরির প্রধান উপাদান কি?
উত্তর: বাঁশ, বেত, কাঠ, সবুজ পাট ও রাসায়নিক দ্রব্য।
প্রশ্ন: কর্ণফুলী পেপার মিলস লি. কোথায় অবস্থিত?
উত্তর: চন্দ্রঘোনা, রাঙামাটি।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি?
উত্তর: খুলনা শিপইয়ার্ড লিমিটেড।
প্রশ্ন: খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর: ১৯৫৪ সালে।
প্রশ্ন: বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রথম জাহাজটির নাম কি?
উত্তর: স্টেলা মেরিস।
প্রশ্ন: বাংলাদেশে বড় সারকারখানা কোনটি?
উ: যমুনা সার কারখানা (জামালপুরের তারাকান্দিতে)।
প্রশ্ন: দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা কোনটি?
উ: যমুনা সার কারখানা।
প্রশ্ন: বেসরকারি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
উ: কাফকো।
প্রশ্ন: যমুনা সার কারখানা নির্মাণে কোন দেশ সহযোগিতা করে?
উ: জাপান।
প্রশ্ন: জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
উ: ইউরিয়া।
প্রশ্ন: ঘোড়াশাল কারখানায় উৎপাদিত সারের নাম কি?
উ: ইউরিয়া।
প্রশ্ন: ইউরিয়া সারের কাঁচামাল কি?
উ: মিথেন গ্যাস।
প্রশ্ন: ফেঞ্চুগঞ্জ সার কারখানা কোথায় অবস্থিত?
উ: সিলেটে।
প্রশ্ন: উত্তরবঙ্গের পেপার মিলের কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হতো?
উ: আখের ছোবড়া।
প্রশ্ন: খুলনা হার্ডবোর্ড মিলের কাঁচামাল কি?
উ: সুন্দরি কাঠ।
প্রশ্ন: বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা কয়টি ও কোথায়?
উ: ১টি। গাজীপুরে।
প্রশ্ন: বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত?
উ: টঙ্গী ও খুলনা।
প্রশ্ন: বাংলাদেশের মোটর সাইকেল সংযোগ কোথায় অবস্থিত?
উ: টঙ্গী (এটলাস বাংলাদেশ লিমিটেড)।
প্রশ্ন: লাভসিটি কি?
উ: ঢাকার উত্তরায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা শিল্পনগরী।
প্রশ্ন: বাংলাদেশের কোথায় ঔষধ পার্ক বা ঔষধ শিল্প পার্ক গড়ে তোলা হয়েছে?
উ: মুন্সিগঞ্জের গজারিয়াতে।
প্রশ্ন: সফটওয়ার পার্ক হিসেবে গড়ে তোলা হয় কোন টাওয়ারকে?
উ: কাওরানবাজারের জনতা টাওয়ারকে।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম EPZ কোনটি?
উ: চট্টগ্রাম EPZ (১৯৮৩ সালে)।
প্রশ্ন: BEPZA-কত সালে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৮০ সালে।
প্রশ্ন: EPZ এর নিয়ন্ত্রিত সংস্থাটির নাম কি?
উ: বেপজা।
প্রশ্ন: BEPZA-কোন মন্ত্রণালয়ের অধীনে?
উ: প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়।
প্রশ্ন: প্রগতি ইন্ড্রাস্ট্রিজ কোথায় অবস্থিত?
উ: চট্টগ্রামে।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার নাম কি?
উ: চট্টগ্রাম স্টিল মিল (চট্টগ্রাম)।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত?
উ: নরসিংদীতে।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারের নাম কি?
উ: ইস্টার্ন রিফাইনারী, পতেঙ্গা, চট্টগ্রাম।
প্রশ্ন: বাংলাদেশ মেশিন টুলস কারখানা কোথায় অবস্থিত?
উ: গাজীপুরে।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি কোথায়?
উ: কর্ণফুলী রেয়ন মিল (চন্দ্রঘোনা, রাঙামাটি)।
প্রশ্ন: দেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা কোনটি?
উ: খুলনা শিপইয়ার্ড।
প্রশ্ন: সিলেট কাগজ কলের কাঁচামাল হিসাবে কি ব্যবহৃত হয়?
উ: নলখাগড়া ও ঘাস।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম কাগজ কল কোনটি?
উ: কর্ণফুলী পেপার মিল (স্থাপিত হয় ১৯৫৩ সালে)।
প্রশ্ন: খুলনা পেপার মিলের কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হতো?
উ: সুন্দরবনের গেওয়া কাঠ।
প্রশ্ন: কর্ণফুলী পেপার মিলের কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয়?
উ: বাঁশ।
প্রশ্ন: উত্তরবঙ্গ কাগজ কল কোথায় অবস্থিত?
উ: পাকশী, পাবনা।
প্রশ্ন: সবচেয়ে বড় কাগজ কল কোনটি?
উ: কর্ণফুলী পেপার মিল।
প্রশ্ন: কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত?
উ: চন্দ্রঘোনা, রাঙামাটি।