No Internet Connection !

খাগড়াছড়ি জেলা পরিচিতি

প্রশ্ন: খাগড়াছড়ি জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: খাগড়াছড়ি জেলার সীমানা কি? উ: খাগড়াছড়ি জেলার সীমানা:

✅ উত্তরে: ভারতের ত্রিপুরা রাজ্য

✅ দক্ষিণে: চট্টগ্রাম ও রাঙামাটি

✅ পূর্বে: ভারতের ত্রিপুরা

✅ পশ্চিমে: চট্টগ্রাম ও ভারতের ত্রিপুরা


প্রশ্ন: খাগড়াছড়ি জেলার আয়তন কত? উ: ২,৬৯৯.৫৬ বর্গ কি.মি.।
প্রশ্ন: খাগড়াছড়ি জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: বর্ণিল খাগড়াছড়ি।
প্রশ্ন: খাগড়াছড়ি জেলার গ্রাম কতটি? উ:১,৭২৩ টি।
প্রশ্ন: খাগড়াছড়ি জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৩৮টি।
প্রশ্ন:খাগড়াছড়ি জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৯টি (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, মহালছড়ি, লক্ষীছড়ি ও রামগড়)।
প্রশ্ন: খাগড়াছড়ি জেলার পৌরসভা কতটি? উ:৩ টি। খাগড়াছড়ি, রামগড়, মাটিরাঙা।
প্রশ্ন: খাগড়াছড়ি জেলার নদ-নদী কি কি? উ: কর্ণফুলী নদী, ফেনী, ছিংড়ী নদী, হালদা, বিংগ্রি, মাইনি প্রভৃতি।
প্রশ্ন: খাগড়াছড়ি জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: চরাবার প্রক্রিয়াজাতকরণ কারখানা, তাঁত কল প্রভৃতি।
প্রশ্ন: খাগড়াছড়ি জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: প্রাচীন বৌদ্ধ বিহার, আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছং ঝরনা, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির।
প্রশ্ন: খাগড়াছড়ি জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: অনন্ত কুমার কৃষ্ণা, নবীন ত্রিপুরা, শহীদ আবদুল কাদের, ড. নীরু কুমার চাকমা, মহারানী নাহার দেবী, অনন্ত বিহারী থিসা।
তথ্যসূত্র: khagrachhari.gov.bd
top
Back
Home
Gsearch