Analogy : Analogy শব্দের অর্থ সাদৃশ্য বা মিল । অন্যভাবে বললে, Analogy শব্দের অর্থ একটি জিনিষের সাথে অন্য জিনিষের সাদৃশ্য বা বৈসাদৃশ্য খুঁজে বের করা । বর্তমান সময়ে বিভিন্ন Competitive টেষ্টে Analogy থেকে প্রশ্ন এসে থাকে । Analogy নির্নয় করা অনেকটা জটিল বিষয়। কেননা এর কোন শর্টকার্ট নিয়ম নেই যার মাধ্যমে Analogy নির্নয় করা যায় । Analogy নির্নয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শব্দার্থ জানা । যত বেশি Word meaning জানবেন তত বেশি Analogy নির্নয় করতে সহজ হবে । তাই Analogy নির্নয়ের নিয়ম না শিখে শব্দার্থ মুখস্ত করুন তাহলে কোন নিয়মের প্রয়োজন হবে না । নিচে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হলো :
প্রশ্ন- Father : Mother
অপশন :
(i)Brother : Sister
(ii)Husband : Wife
(iii)Uncle : Nephew
(iv)Brother-in-law : Sister-in-law
আপাতদৃষ্টিতে সবগুলো অপশন দেখতে এক মনে হলেও একটু গভীরভাবে ভাবলে দেখা যাবে যে প্রশ্নে Father and Mother এর মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে যা একমাত্র Husband and Wife এর মধ্যে পাওয়া যাবে । তাই ঠিক উত্তর (ii) নম্বর । এভাবে অর্থ জেনে সম্পর্ক খুঁজে বের করে সহজেই Analogy নির্নয় করা যায় ।